২০২১ সালে ঐতিহাসিকভাবে রাশিয়ার জন সংখ্যা হ্রাস পেয়েছে ১০ লাখেরও বেশি

রাশিয়ার জন সংখ্যা ২০২১ সালে ১০ লাখেরও বেশি হ্রাস পেয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটির জন সংখ্যার এমন ঐতিহাসিক পতন আর দেখা যায়নি। শুক্রবার দেশটির পরিসংখ্যান সংস্থা রোসতাত এ তথ্য জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মহামারি করোনাভাইরাসের আঘাতে রাশিয়ার বর্তমান জনসংখ্যার ওপরএ  বিপর্যয় নেমে আসে। রোসতাতের দেয়া হিসাব অনুযায়ী, দেশটিতেএ ভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত ৬ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে।