২০২১ সালে ব্রাজিলের আমাজন বনে প্রতি সেকেন্ডে ১৮টি গাছ নিধন করা হয়েছে : প্রতিবেদন

ব্রাজিলের আমাজন অরণ্যে ২০২১ সালে প্রতি সেকেন্ডে প্রায় ১৮টি গাছ নিধন করা হয়েছে। এদিকে দেশটিতে বন নিধন ২০ শতাংশেরও বেশি বেড়ে গেছে। সোমবার প্রকাশিত স্যাটেলাইট থেকে পাওয়া উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
ম্যাপবায়োমাসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ব্রাজিলে প্রায় ১৬,৫৫৭ বর্গ কিলোমিটার বনভূমি নিধন করা হয়েছে। বন উজাড় করা এ এলাকা নর্দার্ন অ্যায়ারল্যান্ডের চেয়েও বড়।
২০২০ সালে ১৩,৭৮৯ বর্গ কিলোমিটার বনভূমি উজাড় করা হয়েছিল।
২০২১ সালে আমাজনের প্রায় ৬০ শতাংশ ভূমির গাছপালা নিধন করা হয়। আমাজন হচ্ছে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট।
এনজিও, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি কোম্পানির একটি নেটওয়ার্ক ম্যাপবায়োমাসের দেওয়া তথ্য অনুযায়ী, ‘কেবলমাত্র আমাজনে প্রতি ঘণ্টায় ১১১.৬ হেক্টর বা প্রতি মিনিটে ১.৯ হেক্টর জমির বন উজাড় করা হয়। এই হিসাবে প্রতি সেকেন্ডে প্রায় ১৮টি গাছ নিধন করা হয়।’
তারা জানায়, প্রধানত চাষাবাদের জন্য এসব জমির গাছপালা কেটে ফেলা হয়। হিসাব অনুযায়ী মোট নিধন হওয়া বনভূমির প্রায় ৯৭ শতাংশ কৃষি কাজের জন্য ব্যবহার করা হয়। সেখানে বনভূমি উজাড়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ অবৈধ খনন কাজ।