যুক্তরাষ্ট্রে ২০২১ সালে শিশু জন্ম হার সামান্য বেড়েছে। বিগত সাত বছরের মধ্যে এই প্রথম দেশটিতে শিশু জন্ম হার বাড়লো। মঙ্গলবার কর্তৃপক্ষ প্রকাশ করা প্রাথমিক উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকস’র প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৩৬ লাখ ৫৯ হাজার ২৮৯ শিশুর জন্ম রেকর্ড করা হয়েছে। ২০২০ সালের তুলনায় এ জন্ম হার এক শতাংশ বেশি।
২০০৮ সাল থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম হার হ্রাস পেতে দেখা গেলেও এক্ষেত্রে ২০১৪ সাল ছিল ব্যতিক্রম। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে যুক্তরাষ্ট্রে শিশু জন্ম হার চার শতাংশ হ্রাস পায়।
মার্কিন সেনসাস ব্যুরো জানায়, মহামারী করোনাভাইরাসের কারণে ২০২০ সালে শিশু জন্ম হার হ্রাস পায়। কিন্তু ২০২১ সালে করোনাভাইরাসের প্রভাব কিছুটা কমে আসায় এ সময় শিশু জন্ম হার সামান্য বৃদ্ধি পেয়েছে।