আসন্ন মৌসুমে নিজের বর্তমান ক্লাব পিএসজি ছাড়ছেন না ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তাই ২০২১ সালে তার রিয়াল মাদ্রিদে যোগ দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ফ্রেঞ্চ গণমাধ্যমগুলো।
২০২২ সালে প্যারিস সেইন্ট জার্মেইর সাথে চুক্তি শেষ হবে এমবাপ্পের। যেখানে তাকে দলে ভেড়াতে অনেক দূর এগিয়ে গিয়েছিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাবগুলো।
নিজের ক্লাবের কথা চিন্তা করেই শেষ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এমবাপ্পে। মূলত ২১ বছরের কম বয়সী ফুটবলারের সাথে চুক্তি করায় দীর্ঘদিন ট্রান্সফার উইন্ডোতে নিষিদ্ধ ছিলো রিয়াল। তাই সামনে মৌসুমেই নিজেদের সবচেয়ে বড় দলবদলটি করার পথে ছিলো গ্যালাকটিকোরা।
আজকের বাজার/লুৎফর রহমান