পাঁচজন বদলী খেলোয়াড়ের আইন ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত বৃদ্ধি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। এ কারনে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল প্রতি ম্যাচে পাঁচজন করে খেলোয়াড় বদলের সুযোগ পাচ্ছে। করোনা মহামারীর কারনে গত বছর থেকে আইন কার্যকর করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আইন সব শীর্ষ প্রতিযোগিতায় বহাল থাকবে। বর্তমান করোনা পরিস্থিতি বিশ্ব ফুটবলে যে ধরনের প্রভাব ফেলেছে তা বিবেচনা করেই নীতিনির্ধারকরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
প্রচলিত আইনানুযায়ী প্রতিটি দল প্রতি ম্যাচে তিনজন করে খেলোয়াড় বদল করতে পারে। কিন্তু শীর্ষ সারির কোচদের দাবীর মুখে এর সাথে আরো দুজন খেলোয়াড় যোগ করার সিদ্ধান্ত নেয়া হয়। করোনা পরিস্থিতিতে খেলোয়াড়দের শারিরীক ও মানসিক দিক বিবেচনা করেই এই ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইতোমধ্যেই পাঁচজন খেলোয়াড় বদলী আইন চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে বাস্তবায়ন করা হয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হওয়া ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপেও এই আইন কার্যকর করা হবে।