২০২২ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-আর্জেন্টিনার সূচি প্রকাশ

ঘোষিত হলো কাতার বিশ্বকাপ ২০২২ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের সময়সূচি। সর্বমোট ১০টি দলের অংশগ্রহণে এবারও মাঠে গড়াবে এই আকর্ষণীয় বাছাইপর্ব। গতকাল, (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের সময়সূচি ঘোষণা করেছে ফিফা।

ড্রতে প্রথম রাউন্ডে পাঁচবাবের চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে বলিভিয়া। আর ইকুয়েডরেকে দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে মেসির আর্জেন্টিনা। প্রথম রাউন্ডের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে এবং চিলি। এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই সুপার ক্লাসিকোয় ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে ২০২০ সালের ১৩ অক্টোবরে ৬ষ্ঠ রাউন্ডের খেলায়। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলে। সুপার ক্লাসিকোর ফিরতি লেগ আর্জেন্টিনার মাটিতে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর।

দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ৪টি দল। পঞ্চম স্থান অর্জনকারী দল খেলবে প্লে-অফ। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে সর্বমোট ১৮টি ম্যাচে মাঠে নামবে।

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ সূচি

২৬ মার্চ,২০২০
ব্রাজিল-বলিভিয়া
আর্জেন্টিনা-ইকুয়েডর

৩১ মার্চ, ২০২০
পেরু-ব্রাজিল
বলিভিয়া-আর্জেন্টিনা

৩ সেপ্টেম্বর ২০২০
ব্রাজিল-ভেনেজুয়েলা
আর্জেন্টিনা-প্যারাগুয়ে

৮ সেপ্টেম্বর, ২০২০
উরুগুয়ে-ব্রাজিল
পেরু-আর্জেন্টিনা

৮ অক্টোবর, ২০২০
কলম্বিয়া-ব্রাজিল
আর্জেন্টিনা-উরুগুয়ে

১৩ অক্টোবর, ২০২০
ব্রাজিল-আর্জেন্টিনা

১২ নভেম্বর, ২০২০
ব্রাজিল-ইকুয়েডর
আর্জেন্টিনা-চিলি

১৭ নভেম্বর, ২০২০
প্যারাগুয়ে-ব্রাজিল
কলম্বিয়া-আর্জেন্টিনা

২৫ মার্চ, ২০২১
চিলি-ব্রাজিল
ভেনেজুয়েলা-আর্জেন্টিনা

৩০ মার্চ, ২০২১
ব্রাজিল-পেরু
আর্জেন্টিনা-বলিভিয়া

৩ জুন, ২০২১
ভেনেজুয়েলা-ব্রাজিল
প্যারাগুয়ে-আর্জেন্টিনা

৮ জুন, ২০২১
ব্রাজিল-উরুগুয়ে
আর্জেন্টিনা-পেরু

২ সেপ্টেম্বর, ২০২১
ব্রাজিল-কলম্বিয়া
উরুগুয়ে-আর্জেন্টিনা

৭ সেপ্টেম্বর, ২০২১
আর্জেন্টিনা-ব্রাজিল

৭ অক্টোবর,২০২১
ইকুয়েডর-ব্রাজিল
চিলি-আর্জেন্টিনা

১২ অক্টোবর, ২০২১
ব্রাজিল-প্যারাগুয়ে
আর্জেন্টিনা-কলম্বিয়া

১১ নভেম্বর, ২০২১
ব্রাজিল-চিলি
আর্জেন্টিনা-ভেনেজুয়েলা

১৬ নভেম্বর, ২০২১
বলিভিয়া-ব্রাজিল
ইকুয়েডর-আর্জেন্টিনা

আজকের বাজার/আরিফ