আন্তর্জাতিক শক্তি সংস্থা বৃহস্পতিবার বলেছে, বিশ্বব্যাপী জ্বালানি সম্পর্কিত সিও২ নি:সরণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে এটির নির্গমন ০.৯ শতাংশ বেড়ে যাওয়ায় এ রেকর্ড হয়। তবে বিশ্বব্যাপী শক্তি সংকটের কারণে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সুবাদে এটি প্রত্যাশার চেয়ে কম বেড়েছে। খবর এএফপি’র।
আইইএ’র নতুন এক প্রতিবেদনে বলা হয়, তবুও শক্তি সম্পর্কিত সিও২ নি:সরণ বৃদ্ধি একটি অস্থির প্রবৃদ্ধির গতিপথে রয়েছে। এ নির্গমন মোটের তিন চতুর্থাংশেরও বেশি।