টটেনহ্যা হটস্পারের সাথে সাড়ে ছয় বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন মিডফিল্ডার পেপে ম্যাট সার।
সেনেগালের ২১ বছর বয়সী এই মিডফিল্ডার আনগে পোস্তেকোগ্লুর অধীনে এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে ১৮ ম্যাচ খেলেছেন।
নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত চেলসিতে থাকবেন ম্যাট সার।
এ মাসে আফ্রিকান নেশন্স কাপে সেনেগাল জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সার। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে রোববার ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া সারের আফ্রিকান নেশন্স কাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রথম গোল করার পর প্রথমার্ধেই সার মাঠ ছাড়তে বাধ্য হন। আগামী ১৫ জানুয়ারি আইভরি কোস্টে অনুষ্ঠিত গাম্বিয়ার বিপক্ষে আফ্রিকান নেশন্স কাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে।
২০২১ সালে মেটজ থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন সার। কিন্তু ফরাসি দলটিতে ২০২১-২২ মৌসুমে ধারে খেলেছেন। ২০২৩ সালের জানুয়ারিতে টনেনহ্যামের জার্সি গায়ে তার অভিষেক হয়। এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৩৩ ম্যাচে সার চেলসির হয়ে দুই গোল করেছেন। (বাসস)