বৃহৎ অ্যাংলো ডাচ তেল কোম্পানী রয়্যাল ডাচ শেল ২০৫০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষ হওয়ার অঙ্গীকার করেছে।
এর প্রধান নির্বাহী বেন ভ্যান বুরডেন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, সমাজের প্রত্যাশা খুব দ্রুতই জলবায়ু পরিবর্তন কেন্দ্রিক বিতর্কে রূপ নিচ্ছে। তাই আমরা ২০৫০ সাল নাগাদ কিংবা খুব তাড়াতাড়ি জ্বালানী ব্যবসায় নেট-জিরো কার্বন নিঃস্বরণের অঙ্গীকার করছি।
উল্লেখ্য, এর আগে প্রতিদ্বন্দ্বী বিপিও একই অঙ্গীকার করে।