২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ থেকে ফের ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য বিশ কোটি বলে জানা যায়।

শুক্রবার সকালে ছেড়াদ্বীপে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

কোস্টগার্ড সূত্র জানায়, সেন্টমার্টিন এর দক্ষিণ সাগরে সন্দেহজনক একটি নৌকাকে কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দিলে সেটি না থামিয়ে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে নোঙ্গর করে নৌকাতে থাকা লোকগুলো পালিয়ে যায়। পরে নৌকাতে তল্লাশি করে তিনটি বস্তা থেকে ৪ লাখ ইয়াবা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এছাড়া নৌকাটির তলা ফেটে যাওয়ায় সেটি পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

জব্দ হওয়া ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। ইয়াবাগুলো পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গেলো মাসে কোস্টগার্ড ইয়াবার কয়েকটি বড় চালান জব্দ করেছে। তবে সেসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এস/