করোনা মহামারীর কারনে তিন মাস অনুপস্থিতির পর আগামী ২০ জুন থেকে পুনরায় শুরু হচ্ছে ইতালিয়ান সিরি-এ। দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাডাফোরা এই তথ্য নিশ্চিত করেছেন।
ইতালিয়ান ফুটবল প্রধানদের সাথে এক সাক্ষাতের পর স্পাডাফোরা জানিয়েছেন টেকনিক্যাল এন্ড সাইন্টেফিক কমিটি যে ধরনের প্রোটোকল দিয়েছেন তা মেনে নিয়ে ফেডারেশন নিশ্চিত করেছে তাদের কাছে প্ল্যান বি ও প্ল্যান সি আছে। সেই বিবেচনায় আগামী ২০ জুন থেকে লিগ শুরু করা যেতে পারে।
গত মার্চ সাসোলো ৩-০ গোলে ব্রেসিয়াকে পরাজিত করার পর কোন ধরনের শীর্ষ সারির ম্যাচ ইতালিতে অনুষ্ঠিত হয়নি। ইতোমধ্যেই করোনা মহামারীতে ইতালিতে ৩৩ হাজারেরও ওপরে মানুষের মৃত্যু হয়েছে।
আগামী ১৭ জুন থেকে প্রিমিয়ার লিগ শুরুর ঘোষনা আসার পরপরই ইতালিয়ান লিগ শুরুর এই ঘোষনা আসলো।