দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি। আগামীকাল রোববার সন্ধ্যায় ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের অভ্যন্তরীণ বিষয়, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন সরকার আদায়ে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়া না নেয়া, নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের জাতীয় ঐক্য প্রক্রিয়া, সরকার বিরোধী আন্দোলন জোরদার করা নিয়ে জোট নেতাদের মতামত নিতে এ বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।
আজকের বাজার/এমএইচ