নির্বাচনের পরিবেশ, নয়াপল্টনে সংঘর্ষ ও চলমান রাজনীতি নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সংবাদ সম্মেলন আজ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন অফিসে ২০-দলীয় জোটের সংবাদ সম্মেলন করবেন জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জানা গেছে, সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে জানানো হতে পারে।
আজকের বাজার/এমএইচ