২০ দলীয় জোট মানেই বিষকাটা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার, রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনাসভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, আবার রাজাকারদের মন্ত্রীর আসনেও বসিয়েছিল। পঁচাত্তর পরবর্তী ২১ বছরে বাংলাদেশ কোন ক্ষেত্রেই এগিয়ে যেতে পারে নাই, কারন তাদের মনেই ছিল পেয়ারি পাকিস্তান। তারা কখনোই চায়নি বাংলাদেশ উন্নত হোক।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনেই মুক্তিযুদ্ধের সকল নির্দেশনা ছিল। তিনি ছিলেন একজন স্বাধীনচেতা মানুষ। স্বাধীন দেশের জন্য যা যা প্রয়োজন সবই বঙ্গবন্ধু করেছিলেন। মাত্র সাড়ে তিন বছরেই তিনি দেশকে স্বল্পোন্নত দেশে পরিনত করেছেন, যা পৃথিবীতে আর কোথাও নেই।
এসময় তিনি খালেদা জিয়ার বিচার প্রসঙ্গে বলেন, দেশের আইন ও সংবিধানের প্রতি বিএনপির কোন শ্রদ্ধা নেই। খালেদা জিয়াকে জেলে নেয়ার পেছনে সরকারের কোনো হাত নেই। আদালতের নির্দেশে দণ্ডিত হয়ে তিনি কারাগারে আছেন। সরকার হস্তক্ষেপ করলে আগুন সন্ত্রাস করার সময়ই খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হতো।
আজকের বাজার/আরজেড