আর এই লেনদেন গত ২০ মাসের মধ্যে সবচেয়ে কম। ২০১৬ সালের ১০ জুলাই ২৩৬ কোটি ৭৩ লাখ টাকার কম লেনদেন হয়েছিলো। সেদিন লেনদেন হয়েছিল ২০৯ কোটি ৫৪ লাখ টাকা ।
রোববার লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে। যা অব্যাহত থাকে দিনের শেষ পর্যন্ত।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ২৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির।
ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৯ দশমিক ২১ পয়েন্ট কমে প্রায় এক হাজার ৩৬৩ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি ৩২ লাখ টাকা কমে ১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে থাকা ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।
দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৩৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৬২ পয়েন্টে অবস্থান করছে।
আরএম/