২০ হাজার জেলেকে খাদ্য সহায়তা

বরগুনা জেলায় ২০ হাজার ইলিশ জেলের জন্য সরকারি খাদ্য সহায়তা বরাদ্দ এসেছে। জাটকা ধরায় নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য এ সহায়তা প্রদান করা হচ্ছে। সারা দেশে ইলিশ আহরণে বরিশাল বিভাগে বরগুনা জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। জেলার প্রধান নদ-নদী পায়রা, বিষখালী ও বলেশ্বরসহ বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমান ইলিশ আহরণ করেন এখানকার জেলেরা। দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রটি পাথরঘাটা উপজেলায় অবস্থিত। বরগুনা জেলা মৎস্য দপ্তরের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থ বছরে এ জেলায় ইলিশ আহরণের পরিমান ছিলো ৭০ হাজার ২শ ৩৭ মেট্রিক টন। এ জেলায় নিষেধাজ্ঞা চলাকালীন খাদ্য সহায়তা পাচ্ছেন মোট ১৯ হাজার ৯শ নিবন্ধিত ইলিশ জেলে। বরগুনার আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জানান, প্রতি দুই মাস অন্তর ৪০ কেজি হারে ৮০ কেজি করে চাল পাচ্ছেন জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালীন ফেব্রুয়ারি ও মার্চ মাসের বরাদ্দ পাওয়া গেছে।

বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, জেলেদের সহায়তার বরাদ্দপত্র এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাল বন্টনের নির্দেশনা দেয়া হয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবি ও ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহণ, বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের এ সহায়তা দিয়ে আসছে সরকার। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান