প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মুক্তিযোদ্ধাদের বছরে দুইটি উৎসব ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বছরে ২০ হাজার টাকা উৎসব ভাতা পাবেন তারা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী। সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা কর্মসূচির আওতায় এগুলো বাস্তবায়ন করা হবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের বিদ্যমান মাথাপিছু সম্মানীর পাশাপাশি ১০ হাজার টাকা করে বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।
প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। যা জিডিপির ৫ শতাংশ।
আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭