২০ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে

ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান এটি।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, ভিয়েতনাম থেকে আসা জাহাজ ‘ভিসাই ভিসিপি-০৫’ আজ সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান হিসেবে আসা ২০ হাজার মেট্রিক টন চাল ওই জাহাজে রয়েছে। খুব শিগগির ওই চাল খালাস করা হবে।

মো. জহিরুল ইসলাম বলেন, ভিয়েতনাম থেকে আমদানির জন্য অর্ডার দেওয়া চালের দ্বিতীয় চালান আগামী ১৮ জুলাই এবং তৃতীয় চালান আগামী ২২ জুলাই দেশে পৌঁছাবে বলে আশা করছি।

হাওরে অকাল বন্যায় ফসলের ক্ষতি এবং সরকারি গুদামের মজুদ কমে আসার প্রেক্ষাপটে সম্প্রতি ভিয়েতনাম থেকে ৯০৮ কোটি ৮৫ লাখ টাকায় আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ১৪ জুন দরপত্র ছাড়াই সরকারি পর্যায়ে এই চাল আমদানির অনুমতি দেয়।

ভিয়েতনাম থেকে প্রতি মেট্রিক টন ৪৭০ মার্কিন ডলার দরে ৫০ মেট্রিক টন সিদ্ধ চাল কিনতে খরচ পড়ছে ১৯৫ কোটি ৫ লাখ টাকা। এছাড়া ৪৩০ মার্কিন ডলার দরে দুই লাখ মেট্রিক টন আতপ চাল আমদানিতে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা খরচ হচ্ছে।

চুক্তি অনুযায়ী ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি ভিনাফুড টু এই চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে এবং বাকি ৪০ শতাংশ মোংলা বন্দর দিয়ে সরবরাহ করবে।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৩ জুলাই ২০১৭