২১২ রানের টার্গেট দিল বাংলাদেশ

সিরিজে টিকে থাকার লড়াইয়ে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ২১২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর বিকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ক্যারিবীয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান।

ওপেনিংয়ে তামিম-লিটনের দুর্দান্ত শুরু কিন্তু ব্যক্তিগত ১৫ রানের মাথায় সাজঘরে ফেরেন তামিম। লিটন তার সহজাত খেলাটাই খেলে গেছেন। ২৬ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।

তামিমের বিদায়ে ব্যাট করতে আসা সৌম্য সরকারও তাল মিলিয়ে খেলেন লিটনের সঙ্গে।

তবে ২২ বলে ৩২ রান করে ফেরেন শেলডন কটরেলের বলে ক্যাচ দিয়ে।

এরপর লিটনও ফেরেন ৩৪ বলে ঝড়ো ৬০ রান করে। মুশফিকও টিকতে পারেননি এদিন। করেন মাত্র ১ রান।

শেষদিকে সাকিব-রিয়াদের ৯৫ রানের জুটিতে ২০০ রান টপকে ২১১ রানের বিশাল সংগ্রহ পায় টাইগাররা।

সাকিব করেন ৪১ রান আর রিয়াদ করেন ৪৩ রান। দুজনেই মাঠ ছাড়েন অপরাজিত থেকে।

ক্যারিবীয়দের হয়ে শেলডন কটরেল নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন ওশান থমাস আর ফ্যাবিয়ান এলেন।

আজকের বাজার/এমএইচ