দুর্গাপূজার ছুটি শেষে ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। হলে উঠতে হলে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। বুধবার রাতে এ সুপারিশ করে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিল। এদিন বিকেল ৫টায় একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়।
একাডেমিক কাউন্সিলে অংশগ্রহণ করা শিক্ষকরা জানান, হল খুললেও শিক্ষার্থীদের ১৪ দিন সেখানে অবস্থান করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি। এ সময় শিক্ষার্থীরা হলে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অন্যদিকে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে ওঠানো হবে। এছাড়া সভায় শিক্ষার্থীদের ১৮ মাসের হল ফি মওকুফ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান