প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার ২ মে বেলা ৪ টার দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলী হাসান আলী তালুকদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আজকের বাজার: আরআর/ ০২ মে ২০১৭