২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়: তদন্ত কমিটি গঠন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
পিজিসিবি’র সহকারী ম্যানেজার (জনসংযোগ) এ বিএম বদরুদ্দোজা খান বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, তদন্ত কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। পিজিসিবির প্রধান প্রকৌশলী (ট্রান্সিমিশন-২) মো. কামরুল হাসান এ তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন।
কিশোরগঞ্জের ভৈরবে ঝড়ের কারণে তিগ্রস্ত আশুগঞ্জ-সিরাজগঞ্জ সঞ্চালন লাইন মেরামতের মধ্যেই ঘোড়াশাল-ঈশ্বরদী সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দিলে রোববার বেলা সোয়া ১১টার পর দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ জনপদের অন্তত ৩২ জেলার মানুষকে কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়।
সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পিজিসিবির রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল জোনের সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও থেমে যায়। এরপর এলাকাভেদে দুই থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

 

আজকের বাজার: আরআর/ ০২ মে ২০১৭