২১ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ

প্রবাসী বাংলাদেশিরা ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বরের প্রথম ২১ দিনে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৬৯০ দশমিক ৪৫ মিলিয়ন এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৩১১ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে।

২০২৪-২৫ অর্থবছরে, জুলাই- নভেম্বর কর্মী-রেমিটেন্স প্রবাহ ছিল ১১ দশমিক ১৪ বিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি। (বাসস)