কোসেনজার সাথে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে ইতালিয়ান দ্বিতীয় টায়ারের রানার্স-আপ হিসেবে ২০০৩ সালের পর প্রথমবারের মত সিরি-এ লিগে ফিরে এসেছে কোমো।
আগামী মৌসুমে তারা সিরি-বি চ্যাম্পিয়ন পার্মার সাথে শীর্ষ লিগে যোগ দিতে যাচ্ছে। এ মাসের শুরুতে পার্মার সিরি-এ লিগে উন্নীত নিশ্চিত হয়েছিল।
প্রায় দুই দশকেরও বেশী সময় ধরে সিরি-এ লিগ থেকে রেলিগেশনে থাকা কোমো এই সময়ের মধ্যে দারুনভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত তাদের ২১ বছরের অপেক্ষার অবসান হলো।
কোমোর একাংশের শেয়ারহোল্ডার হিসেবে আছেন আর্সেনালের সাবেক দুই সতীর্থ চেজে ফ্যাব্রেগাস ও থিয়েরি অঁরি। এছাড়া বোর্ড সদস্যা হিসেবে আছে চেলসির সাবেক মিডফিল্ডার ডেনিস ওয়াইজ।
২০১৯ সালে সিরি-সি থেকে উন্নীত হবার পর আবারো পেশাদার ফুটবলে ফিরে আসে কোমো।
তৃতীয় থেকে অষ্টম স্থানে থাকা দলগুলোর মধ্যে প্লেÑঅফের মাধ্যমে তৃতীয় উন্নীত দলটি নির্ধারিত হবে। এই ক্লাবগুলোর মধ্যে রয়েছে ভেনেজিয়া ও সাম্পদোরিয়ার মত সাবেক সিরি-এ ক্লাব। (বাসস/এএফপি)