২১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৫ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে। যা গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকের।

এর আগে ২০১৭ সালের ৯ জানুয়ারি ডিএসই প্রধান সূচকের অবস্থান ছিল ৫ হাজার ২১৪ পয়েন্ট।

এদিকে মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ৪৪০ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯৮ কোটি ১৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪২ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।