২১ সেপ্টেম্বর রো‌হিঙ্গাদের ত্রাণ দিতে উখিঁয়া যাচ্ছেন এরশাদ

জাতীয় পা‌র্টির চেয়ারম্যান ও সা‌বেক রাষ্ট্রপ‌তি হু‌সেইন মুহাম্মদ এরশাদ রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রাণ বিতরণে ২১ সেপ্টেম্বর বৃকস্পতিবার আবারো উখিঁয়া যাচ্ছেন।

বৃহাস্প‌তিবার সকাল পৌনে ১১টায় বাংলা‌দেশ বিমানযো‌গে কক্সবাজারের উদ্দে‌শ্যে হযরত শাহ জালাল আর্ন্তজা‌তিক বিমান বন্দর ত্যাগ কর‌বেন ।

এ সময় তাঁর সঙ্গে থাক‌বেন পা‌র্টির মহাস‌চিব এ বি এম রুহুল আমিন হাওলাদার,‌প্রে‌সি‌ডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহ‌ম্মেদ বাবলু,এস এম ফয়সাল চিশতী, মেজর অবসরপ্রাপ্ত খা‌লেদ আক্তার, চেয়ারম্যা‌নের উপ‌দেষ্টামন্ডলীর সদস্য শ‌ফিকুল ইসলাম সেন্টু। এরশাদ দুপুর পৌনে ১২টায় কক্সবাজার পৌঁছবেন। ১২টায় বিমানবন্দর থে‌কে সরাস‌রি উখিঁয়া যাবেন।

এদিকে ২০ সেপ্টেম্বর বুধবার জাপার মে‌ডি‌কেল টিম নি‌য়ে উখিঁয়া গেছেন জাতীয় যুব সংহ‌তির সভাপ‌তি আলগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদাসহ কেন্দ্রীয় নেতারা।

অন্যদিকে খাদ্য, বস্ত্র ও ঔষুধসহ আরেকটি টি‌ম নিয়ে কক্সবাজার গেছেন জাতীয় ছাত্র সমা‌জের সভাপ‌তি সৈয়দ ইফ‌তেকার আহসান হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুসহ অনে‌কে।

২২ সে‌প্টেম্বর শুক্রবার সকালে বাংলা‌দেশ বিমান‌ যো‌গে ঢাকায় ফিরবেন জাপা চেয়ারম্যান হু‌সেইন মুহাম্মদ এরশাদ।

আজকের বাজার : এলকে/এলকে ২০ সেপ্টেম্বর ২০১৭