২২ বছরে বয়সেই ১.২ কোটি টাকা বেতনের চাকরি

ভারতের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বেঙ্গালুরুর ছাত্র আদিত্য পালিওয়াল। বয়স মাত্র ২২ বছর। কিন্তু এরই মধ্যে সে চাকরি পেয়েছে বিশ্বথ্যাত কোম্পানি গুগলে।

অল্প কয়েকদিনের মধ্যেই তিনি যাচ্ছেন নিউইয়র্ক। গুগলে তার বেতনের প্যাকেজ ধরা হয়েছে বছরে ১.২ কোটি টাকা। এম-টেকের ছাত্র আদিত্য গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শাখায় কাজ করবেন।

এ গবেষণায় কাজের জন্য সারা বিশ্ব থেকে পরীক্ষা দিয়েছিলেন ৬ হাজার জন। এরমধ্যে নেয়া হয় ৫০ জনকে। আদিত্য তাদেরই একজন।

চাকরিটা পাওয়ার পর আদিত্য বলেছিলেন, মার্চে অফারটা পাই। গুগল থেকে অনেক কিছু শিখতে পারবো বলে আশা করছি।

আরএম/