২৩৯ রানরে টার্গেট দিল লঙ্কানদের

তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে বাংলাদেশকে। কিন্তু শুরুটাই হলো হতাশাজনক। দ্রুত উইকেট তো পড়েছেই সঙ্গে রানের চাকাও সেভাবে ঘোরাতে পারেনি ব্যাটসম্যানেরা।

৩১ রান তুলতেই ফিরেছেন দুই ওপেনার।

১১ রান করেন সৌম্য, তামিম ১৯,মোহাম্মদ মিঠুনও ১২, মাহমুদউল্লাহ ৬, সাব্বির রহমান ১১, মোসাদ্দেক ১৩, মেহেদি ৪৩, তাইজুল ৩, মোস্তফিজ ২, এছারাও মুসফিক ৯৮ রানে অপরাজিত ছিলেন।

আজকের বাজার/লুৎফর রহমান