সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স ইনডেক্সে যুক্ত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টীল লিমিটেড আগামী ২৩ এপ্রিল থেকে তা কার্যকর হবে।
ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ১৭ জানুয়ারি থেকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এসএস স্টীল তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি অন্তবর্তীকালীন আইপিও অন্তর্ভুক্তি হিসেবে ডিএসইএক্স ইনডেক্সে স্থান পেয়েছে।
এদিকে পবিত্র শবে বরাত নিয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি। সেই হিসাবে আগামী ২১ এপ্রিল (১৪ শাবান) রোববার পবিত্র শবে বরাত পালিত হবে। ২২ এপ্রিল সোমবার থাকবে সরকারি ছুটি। তাই ২৩ এপ্রিল থেকে এসএস স্টীল লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স ইনডেক্সে যুক্ত হবে।
উল্লেখ্য, বর্তমানে প্রতিষ্ঠানটির শেয়ার দর ২৪ টাকা ৭০ পয়সা।
আজকের বাজার/মিথিলা