নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ বাংলাদেশ দূতাবাসে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সেখানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে তাদের দেশে আনা হবে এবং বিকাল ৪টায় বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু কুর্মিটোলায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এয়ারক্রাফট যত দ্রুত পৌঁছাবে ততো দ্রুতই মরদেহ ঢাকায় পৌঁছানো হবে। আশা করি দুপুর ২টা নাগাদ মরদেহ ঢাকায় পৌঁছবে।
এদিকে বাকি ৩ বাংলাদেশির মরদেহ এখণো শনাক্ত হয়নি। এ ৩ জনের ক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করাতে হয়, তা হলে সময় লাগবে ১০-২১ দিন। এ ব্যাপারে রাষ্ট্রদূত বলেন, অবশিষ্ট ৩ মরদেহ শনাক্ত হওয়া সাপেক্ষে শিগগিরই দেশে পাঠানো হবে।
আজকেরবাজার/এস