কৃষকদের উৎপাদনের ন্যায্য মূল্যের দাবিতে আগামী ২৩ মে সারাদেশের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা জানান সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দাবি আদায় না হলে আমরা আগামী মাসে একটানা অবস্থান ধর্মঘট এবং দেশব্যাপী সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেবো।’
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা।
কৃষকরা বলছেন, ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় এবছরও তারা বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন। কারণ প্রতি একর জমিতে ধান চাষ করতে যা খরচ হয়, তা ধান বিক্রি করে তার অর্ধেকও খরচ উঠে আসে না।
টাঙ্গাইল, জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় ন্যায্য মূল্য না পেয়ে আগুন দিয়ে ধান পুড়িয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে বিক্ষুব্ধ সাধারণ কৃষকরা।
উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কৃষকদের আন্দোলনে যোগ দিচ্ছে।
সূত্র – ইউএনবি