পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৪ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার ২১ ডিসেম্বর, অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের সকাল সাড়ে ১০টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুরে; ড্যাফোডিল কম্পিউটার্সের সকাল ৯টায়, ডিআইউই অডিটরিয়াম, ড্যাফোডিল টাওয়ার, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকাতে; এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিংয়ের সকাল ৯টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে; দেশবন্ধু পলিমারের সকাল ৯টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, কাওয়াদি, পলাশ, নরসিংদীতে; এবি ব্যাংকের সকাল ৯টায়, লা মেরিডিয়ান হোটেল, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ, ঢাকাতে; এটলাস বাংলাদেশের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, টঙ্গি, গাজীপুরে; মেট্রো স্পিনিংয়ের সকাল সাড়ে ৯টায়, ম্যাকসনস গ্রুপ কনফারেন্স হল, হোল্ডিং#৮৭, ওয়ার্ড#৫, ব্লক#বি, শহীদ মিন্নাত আলী রোড, গৌরিপুর, আশুলিয়া, সাভার, ঢাকাতে; ন্যাশনাল পলিমারের সকাল সাড়ে ৯টায়, ফখরুদ্দিন অ্যান্ড সন্স কমিউনিটি সেন্টার, বোর্ড বাজার, গাজীপুরে; তিতাস গ্যাসের সকাল ১০টায়, অফিসার্স ক্লাব, ২৬ বেইলী রোড, ঢাকাতে; ইয়াকিন পলিমারের সকাল ১০টায়, রেজিষ্ট্রার্ড অফিস, ফ্যাক্টরি প্রাঙ্গণ, লাবশা, সাতক্ষীরাতে; এমবি ফার্মার সকাল ১০টায়, ১৮৪/১, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকাতে; ন্যাশনাল টি’র সকাল সাড়ে ১০টায়, টিসিবি অডিটরিয়াম, টিসিবি বিল্ডিং, কারওয়ানবাজার, ঢাকাতে; আমরা টেকনোলজিরে সকাল সাড়ে ১০টায়, ডেল্টা লাইফ কনফারেন্স হল, ডেল্টা লাইফ টাওয়ার, গুলশান-২, ঢাকাতে; আলহাজ্ব টেক্সটাইলের সকাল সাড়ে ১০টায়, আর্মি গল্ফ ক্লাব, ঢাকাতে; খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের সকাল সাড়ে ১০টায়, কেবিজি টাওয়ার, মালিবাগ, চৌধুরীপাড়া, রমনা, ঢাকাতে; দুলামিয়া কটনের সকাল সাড়ে ১০টায়, হোটেল সুন্দরবন, ১১২ বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকাতে; ওয়াটা কেমিক্যালের সকাল সাড়ে ১০টায়, হোটেল ৭১, ১৭৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয় নগর, ঢাকাতে; এপেক্স ফডসের বেলা ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে; শমরিতা হসপিটালের বেলা ১১টায়, এমএইচ শমরিতা হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজ, ১১৭ তেজগাঁও, লাভ রোড, ঢাকাতে; গ্লোবাল হেভি কেমিক্যালসের বেলা ১১টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, (আইডিইবি), কাকরাইল, ঢাকাতে; দেশ গার্মেন্টসের বেলা সাড়ে ১১টায়, দ্যা কাউন্সিল হল অব দ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, (আইডিইবি), কাকরাইল, ঢাকাতে; গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর বেলা সাড়ে ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, মনিপুর, ভবানীপুর, গাজীপুর সদর, গাজীপুরে; আমরা নেটওয়ার্কসের দুপুর ১২টায়, ডেল্টা লাইফ কনফারেন্স হলস, ডেল্টা লাইফ টাওয়ার, গুলশান-২, ঢাকাতে এবং রিজেন্ট টেক্সটাইলের এজিএম একই দিন বেলা সাড়ে ১১টায় স্বরণীকা কমিউনিট সেন্টার, ১৩ লাভ লেন, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর এজিএমে সমাপ্ত অর্থবছর শেষে ঘোষিত ডিভিডেন্ড এবং নো-ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে ।
এর আগে সম্পাত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ১৫ শতাংশ স্টক, ড্যাফোডিল কম্পিউটার্স ১৮ শতাংশ নগদ, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং ২০ শতাংশ নগদ, দেশবন্ধু পলিমার ১০ শতাংশ স্টক, এবি ব্যাংক ১২.৫০ শতাংশ স্টক, এটলাস বাংলাদেশ ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, মেট্রো স্পিনিং ২ শতাংশ নগদস, ন্যাশনাল পলিমার ২০ শতাংশ স্টক, তিতাস গ্যাস ২২ শতাংশ নগদ, ইয়াকিন পলিমার ৫ শতাংশ স্টক, এমবি ফার্মা ৩০ শতাংশ নগদ, ন্যাশনাল টি ১৮ শতাংশ নগদ, আমরা টেকনোলজিস ১০ শতাংশ নগদ, আলহাজ টেক্সটাইল ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১০ শতাংশ স্টক, ওয়াটা কেমিক্যালস ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, এপেক্স ফুডস ২০ শতাংশ নগদ, শমরিতা হসপিটাল ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, গ্লোবাল হেভি কেমিক্যালস ১০ শতাংশ নগদ, দেশ গার্মেন্টস ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ১০ শতাংশ স্টক, আমরা নেটওয়ার্কস ১০ শতাংশ নগদ এবং রিজেন্ট টেক্সটাইল ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর নো-ডিভিডেন্ড ঘোষণা করেছে জুট স্পিনার্স এবং দুলামিয়া কটন মিলস।
আজকের বাজার:এসএস/এলকে/২০ডিসেম্বর ২০১৭