২৪ ঘণ্টায় আরো ১১৩ পুলিশ করোনা আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ১১৩ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে ৮৫৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ৮৫৪ জন আক্রান্তর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন।

আক্রান্তদের মধ্যে আইসোলেশনে আছেন ৩১৫ জন। মারা গেছেন ৫ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।

এছাড়াও কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য।