২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৩৫ জনে।

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ।

গত ১৮ই মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছিল।

এদিকে, নতুন করে ৩,০০৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,১২৭টি।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২,৮৭৮ জন। তিনি জানান, সুস্থতার হার ৫৬.১১।