বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩৪১২ জন। মারা গেছেন৪৩ জন।
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫৪৫ জনে।
মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।
দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৬৫ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৯২ টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৯৪ শতাংশ।
বাংলাদেশে প্রথম সংক্রমণ শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৪৭ হাজার ১১ টি।
যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যাই ৩৮ জন। আর নারী মারা গেছেন ৫ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৩ জনেরই বয়স ৫১ থেকে ৮০ বছরের মধ্যে।
২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৮৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন।