বাংলাদেশের গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৭৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
এই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের।
ফলে এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে মোট ২,৯৬৫ জনের।
আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ২৬ হাজার ২২৫ জন।
মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮০১ জন। মোট সুস্থ হয়েছেন এক লক্ষ ২৫ হাজার ৬৮৩জন।