বাংলাদেশে নতুন করে আরো ৩,৮০৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৪৩ জন।
এনিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১,৭৩৮ জন।
নতুন করে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১২ জন।
আর এখন পর্যন্ত বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮,০৯৯ টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে বলে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান।