২৪ ঘণ্টায় সুস্থ ২৩৫ জন, মোট পর্যন্ত ৪১১৭

দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪১১৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

আজ শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১৪। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।