বিএনপি মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক গোলাম রাব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে সেটির যাচাই-বাছাই সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার, ৫ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ রিটার্নিং কর্মকর্তার আপিল আবেদনের নিষ্পত্তি করে এ আদেশ দেন।
শুনানিতে গোলাম রাব্বানির পক্ষে ছিলেন এ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত সোমবার রংপুর-৫ আসনে জামায়াত নেতা অধ্যাপক গোলাম রাব্বানী মনোনয়নপত্র গ্রহণের জন্য রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন হাইকোর্ট।
রাব্বানীর আইনজীবী শিশির মনির বলেন, গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার জন্য তার মক্কেল রিটার্নিং কর্মকর্তার কাছে গেলে, তিনি বিনা কারণে সময় নষ্ট করেন এবং অবশেষে তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।
তবে, এখন আদালত ইসিকে যত তাড়াতাড়ি সম্ভব মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছে।
গত শনিবার গোলাম রাব্বানী প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদনপত্র জমা দেন।
হাইকোর্টের আদেশের পর জেলা রিটার্নিং কর্মকর্তা সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ