সারা দেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭১২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা বিভাগে (ঢাকা শহর বাদে) ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৪৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৪, খুলনা বিভাগে ৭৬, রংপুর বিভাগে ৩৩, রাজশাহী বিভাগে ৫৮, বরিশাল বিভাগে ৬৩, সিলেট বিভাগে ৩১ এবং ময়মনসিংহ বিভাগে ৬২ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫১৩ জন।
এর আগে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছিল, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ১৭ হাজার ১৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ১২ হাজার ২৬৬ জন বাড়ি ফিরে গেছেন।
পাশাপাশি সরকারি হিসাব মতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন। যদিও বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন জুলাই মাসে। সরাকারি হিসেবে এই মাসে মারা গেছেন ১০ জন ডেঙ্গু রোগী। তথ্যসূত্র-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ