গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন পুলিশের আরও ৭২ সদস্য। এর মাধ্যমে বাহিনীটির প্রায় দেড় শতাধিক সমস্য কোভিড-১৯ রোগ থেকে রক্ষা পেলেন।
রোববার (১০ মে) ডিএমপি গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, ‘একদিনে ৭২ পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের নিয়ে করোনা আক্রান্ত প্রায় দেড় শতাধিক পুলিশ সদস্য সুস্থ হলেন। একই সঙ্গে তারা কাজে ফেরার জন্যও প্রস্তুতি নিচ্ছেন।’
এদিকে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুস্থ হওয়া পুলিশ সদস্যরা সদর দপ্তর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এ টি ইউ, টি অ্যান্ড আই এমসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় কর্মরত ছিলেন।
একদিনে ৭২ জন পুলিশ সদস্য সুস্থ হওয়ায় পুলিশের মনোবলও বৃদ্ধি পেয়েছে বলে কর্মকর্তারা জানান।