২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১১৫৭ জন

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার জানিয়েছে, সারাদেশে ছড়িয়ে পড়া এডিস মশাবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৫৭ জন ভর্তি হয়েছেন। যা আগের দিনের তুলনায় ১১ শতাংশ কম।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১২৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন ভর্তি ও ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা যথাক্রমে ১১৫৭ এবং ১২৫৭।

ঢাকায় নতুন ভর্তি ও ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা যথাক্রমে ৫৫১ ও ৬৬৫ জন। ঢাকার বাইরে এ সংখ্যা যথাক্রমে ৬০৬ ও ৫৮৮ জন।

সারাদেশে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৫২২২ জন। যা আগের দিনের তুলনায় ২ শতাংশ কম।

ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৮২২ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ২৩৪০ জন। সারাদেশে ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৯২ শতাংশ।

ডেঙ্গুতে সরকার এ পর্যন্ত ৫২টি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা শতাধিক।

আজকের বাজার/এমএইচ