রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত) নতুন করে ১২৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪২৯, ২৯টি বেসরকারি হাসপাতালে ১৭৮ এবং ঢাকার বাইরে সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৯২ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ্ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ডা.আয়েশা আক্তার এ তথ্য জানান।
আজকের বাজার/এমএইচ