স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন দুইজন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ তথ্যমতে, বর্তমানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুধু রাজধানীতে ভর্তি আছেন ১৪ জন। এদিকে চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১৫৪ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান