স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চারজন নতুন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ তথ্যমতে, বর্তমানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীতে ভর্তি আছেন ২০ জন। তবে আর কোনো বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি থাকার তথ্য পাওয়া যায়নি। গত বছর দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়।
চলতি মাসের শুরুর দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৬৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদনের মধ্যে ২৬৩টি ঘটনা পর্যালোচনা করে ২০১৯ সালে ১৬৪ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে। গত বছর দেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন এক লাখ ১ হাজার ৩৭ জন। এদিকে চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৬ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১৪৬ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান