স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, রবিবার সকাল ৮ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চারজন নতুন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি আছেন ২৩ জন।
গত বছর দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল।
চলতি মাসের শুরুর দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৬৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদনের মধ্যে ২৬৩টি ঘটনা পর্যালোচনা করে ২০১৯ সালে ১৬৪ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।
গত বছর দেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন এক লাখ ১ হাজার ৩৭ জন। তথ্য-ইউএনবি