২৪ ঘণ্টায় বাংলাদেশে এসেছে ৩৫ হাজার রোহিঙ্গা

গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সহিংসতার জেরে প্রতিবেশী দেশ মিয়ানমারের আরকান রাজ্য থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। জাতিসংঘ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টার বাংলাদেশে প্রায় ৩৫ হাজারের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

বিবিসির খবরে জাতিসংঘের ওই বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, ২৫ আগস্ট থেকে গত ১০ দিনে কমপক্ষে ১ লাখ ২৩ হাজার রোহিঙ্গা বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

চলমান এই সহিংসতা নিরসনে দেশটির নেত্রী অং সাং সুচিকে এখনই উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা।

একই সঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করা দরকার বলে করছে জাতিসংঘ। এ জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি মুসলিম দেশ রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পক্ষ থেকে এ আহ্বান জানিয়ে এই সংকটের দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।

আর রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল সোমবার এই তথ্য জানানো হয়।

উল্লেখ, গত ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৪টি পুলিশ পোস্টে ‘বিছিন্নতাবাদী রোহিঙ্গাদের’ হামলায় বেশ কয়েকজন নিহত হয়।

এ হামলার জন্য স্থানীয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে (এআরএসএ-আরসা) দায়ী করে অভিযান শুরু করে মিয়ানমারের সরকার। এরপরেই মিয়ানমারে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার অভিযোগও করেছেন বাংলাদেশে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা।