শীত শেষ হলেও শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৬৫ জন শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম যায়, আট বিভাগে তীব্র শ্বাসকষ্টের সমস্যার জন্য এসব রোগীরা চিকিত্সা নিচ্ছেন।
সংস্থাটির তথ্যে আরও জানা গেছে, ১ নভেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৮ হাজার ৬৫ রোগী শ্বাসকষ্টের চিকিত্সা নিয়েছেন এবং ২২ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৭২৭ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগে ১ হাজার ১৩৮ জন চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১ নভেম্বর থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ৪২ হাজার ৫১৭ জন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৩০ জন মারা গেছেন।
এদিকে, রাজধানী ঢাকা শুক্রবার পর্যন্ত টানা তিন দিন দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ছিল। তবে শনিবার বিকালে অবস্থার উন্নতি হয় এবং এ সময় ৩টা ১১ মিনিটে বাতাসের মানের স্কোর ছিল ১১১।
আজকের বাজার/এমএইচ