সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতলে নতুন রোগী ভর্তি হয়েছেন কমপক্ষে এক হাজার ২০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৪৪ হাজার ৪৭১ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ হাজার ৮৮৪ জন।
বর্তমানে ঢাকায় ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চার হাজার ১১৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগেভর্তি রোগী তিন হাজার ৪৩২ জন।
দেশের ইতিহাসে ডেঙ্গুর সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাব চলছে বাংলাদেশে, যার কেন্দ্রে রয়েছে রাজধানী ঢাকা শহর। এডিস মশাবাহী ডেঙ্গুর শিকার বেশিরভাগই রাজধানীর বাসিন্দা।
সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। তবে বেসরকারি অনুমান বলছে মৃতের সংখ্যা আরও অনেক বেশি।
এদিকে, খুলনা ও লক্ষ্মীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু আক্রান্ত চার বছরের এক শিশুকে হাসপাতালে নেয়ার পথে সোমবার রাতে মারা যায়। শিশু পরশ কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়ার দাসপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাসেল (৩২) নামে এক ব্যক্তি সোমবার মধ্যরাতে মারা গেছেন। চিকিৎসকরা জানান, রাসেলের বাড়ি গোপালগঞ্জে।
খুলনা সিভিল সার্জন আব্দুর রাজ্জাক জানান, দুদিন আগে ডেঙ্গু জ্বর নিয়ে রাসেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।