২৪ ঘণ্টায় আরও সাড়ে তিন হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ২০ হাজারে। মোট আক্রান্ত প্রায় ৪৯ লাখ মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৮ হাজারের বেশি।
সোমবার যুক্তরাষ্ট্রে এক হাজার প্রাণহানি হয়েছে। এ নিয়ে প্রায় ৯২ হাজার মৃত্যু দেখেছে দেশটি। আক্রান্ত সাড়ে ১৫ লাখ। এদিন দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। মারা গেছেন সাড়ে ৭শ’ মানুষ। মৃতের সংখ্যা প্রায় ১৭ হাজার। সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়েছে। প্রায় দু’মাসে সর্বনিম্ন মৃত্যু দেখেছে যুক্তরাজ্য। ১৬০ নতুন প্রাণহানিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত প্রায় আড়াই লাখ।
ইতালি-স্পেনসহ ইউরোপের প্রায় সব দেশেই নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছুঁইছুঁই রাশিয়ায়।